চুয়াডাঙ্গায় পতাকা বৈঠক
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পতাকা বৈঠকে বাংলাদেশ পক্ষ থেকে ৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান ও স্টাফ অফিসারসহ ১০ জন এবং ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুভাস চন্দ্র গাগুয়ার নেতৃত্বে ১৩ জন প্রতিনিধি অংশগ্রহণ ক
বৈঠকে আলোচনার একপর্যায়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা ১২ বাংলাদেশিকে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে। এদের মধ্যে নয়জন পুরুষ, দু’জন নারী এবং একজন শিশু রয়েছে।
বাংলাদেশে ঢুকে বাংলাদেশিদের ওপর হামলার ঘটনায় শনিবার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের আন্তর্জাতিক সীমানা পিলার ৯২৯-এর ৩ ও ৪ সাব-পিলারের মধ্যবর্তী বাঁশেরতল এলাকায় বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টার ওই পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়।
সীমান্তে কাঁটাতারের বেড়া বা রাস্তা হবে কি-না তা বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন।